More
    Homeঅফবিটত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?

    ত্বকের ধরন অনুযায়ী AHA বা আলফা হাইড্রক্সি অ্যাসিডের কোন ফর্ম চুজ করবেন?

    AHA কী?

    এটি হচ্ছে কতগুলো অ্যাসিড গ্রুপ বা যৌগের একটি সংমিশ্রণ, যেখানে এই যৌগগুলো আসে মূলত বিভিন্ন রকম উদ্ভিদ ও প্রাণীজ উপাদান থেকে; যেমন দুধ, লেবুর রস, আঙুর ইত্যাদি। স্কিনকেয়ার রেঞ্জ যেমন টোনার, সিরাম, ক্রিম, কেমিক্যাল পিল ইত্যাদিতে এই উপাদানটি ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে  স্কিনকেয়ার রেঞ্জে এই ইনগ্রেডিয়েন্টটি বেশ ব্যবহৃত হয়। খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন ধরনের AHA পাওয়া যায়। এবার আসুন জেনে নেই আলফা হাইড্রক্সি অ্যাসিডের পপুলার ফর্ম বা প্রকারগুলো সম্পর্কে।

    AHA এর বিভিন্ন ফর্ম

    ১. গ্লাইকোলিক অ্যাসিড  হলো একটি পপুলার আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা পানিতে দ্রবণীয়। প্রাকৃতিক উৎস হিসেবে আখ থেকে এই অ্যাসিড উৎপন্ন হয়। অন্যান্য আলফা হাইড্রক্সি অ্যাসিডের সাথে গ্লাইকোলিক অ্যাসিডের মূল পার্থক্য হলো এই অ্যাসিডের মলিকিউলগুলো সবচেয়ে ছোট আকারের হয়। একারণে এটি খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে আমাদের স্কিনকে প্রোপারলি এক্সফোলিয়েট করতে পারে। গ্লাইকোলিক অ্যাসিড ত্বকে নতুন কোষের গঠন ত্বরান্বিত করে। এটি আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়াতে সহায়তা করে।

    অনেকেরই বডির বিভিন্ন এরিয়া যেমন- গলা, হাঁটু কিংবা কনুইতে হাইপারপিগমেন্টেশন থাকে। গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করলে এই কালো দাগগুলো ধীরে ধীরে ফেইড হয়ে যায়।

    ২. ল্যাকটিক অ্যাসিড

    AHA এর অন্যতম একটি মাইল্ড ফর্ম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড স্কিন সেলসের টার্নওভার রেট বাড়িয়ে দেয় এবং ডেড সেলসের লেয়ার দূর করতে সাহায্য করে। এর ফলে স্কিন দেখায় ব্রাইট ও হেলদি। সাধারণত দুধ, দই ইত্যাদি দুগ্ধ জাতীয় খাবারে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় ফার্মেন্টেড সবজিতেও। বর্তমানে ত্বকে ব্যবহারের উপযোগী ফর্মে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়- টোনার, এসেন্স, ক্রিম ইত্যাদিতে। ল্যাকটিক অ্যাসিড কেমিক্যাল এক্সফোলিয়েটর হিসেবে দারুণ কার্যকরী, সেই সাথে এটি  দূর করতে, একনে ও ডার্ক স্পট কমাতে, রিংকেলস ও এনলার্জড পোরস এর ভিজিবিলিটি রিডিউস করতেও সাহায্য করে।

    ৩. ম্যালিক অ্যাসিড

    এই অ্যাসিড ন্যাচারালি আপেল থেকে পাওয়া যায়। এটি স্কিনকে রিজ্যুভিনেট করতে সাহায্য করে থাকে। ত্বককে হাইড্রেট রাখার পাশাপাশি রিংকেলস ও একনে কমাতে সাহায্য করে।

    ম্যালিক অ্যাসিড

    ৪. সাইট্রিক অ্যাসিড

    সাইট্রিক অ্যাসিড থাকে মূলত সাইট্রাস ফ্রুটগুলোতে যেমন: লেবু, কমলা, মাল্টা ইত্যাদি। লোয়ার কনসেন্ট্রেশনের সাইট্রিক অ্যাসিড স্কিনের স্পট রিমুভ, রিংকেলস কমিয়ে আনা, ব্রাইটেনিং ইত্যাদি বেনিফিট দিয়ে থাকে।

    ৫. ম্যান্ডেলিক অ্যাসিড

    এটি আলফা হাইড্রক্সি অ্যাসিডের একটি জেন্টল ফর্ম যা কাঠ বাদামের এক্সট্র্যাক্ট থেকে পাওয়া যায়। এটি ত্বকের টেক্সচার ইম্প্রুভ করতে ইফেক্টিভলি কাজ করে। ম্যান্ডেলিক অ্যাসিড স্কিনকে ইয়ুথফুল অ্যাপেয়ারেন্স দেয়, একনে কমিয়ে আনতেও বেশ ভালো কাজ করে, সেবাম প্রোডাকশন কন্ট্রোল করে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments