More
    Homeঅনান্যত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল

    ত্বকের পরিচর্যায় আখের রস | ৫টি ফেইস প্যাকে স্কিন হবে কোমল

    ত্বকের পরিচর্যায় আখের রসের ৫টি ফেইস প্যাক

    ১) আখ ও মুলতানি মাটি

    তৈলাক্ত ত্বক যাদের, তারা এটি ব্যবহার করতে পারেন। কারণ মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়, আর আখ ত্বকের মধ্যে জলের মাত্রা ঠিক রাখে। এইভাবে এই দুই উপাদান ত্বককে ধীরে ধীরে সুন্দর করে তোলে।

     

    ত্বকের পরিচর্যায় আখ ও মুলতানি মাটির ফেইস প্যাক –

     

    ২) আখ ও মধু

    ড্রাই স্কিনের সমস্যা যাদের, তারা এই দুই উপাদান মিলিয়ে একটি ফেইস প্যাক বানিয়ে ফেলুন। তারপর সেটি সপ্তাহে একদিন করে মুখে লাগান। তাহলে পার্থক্য বুঝতে পারবেন।

     

    ৩) আখ ও পেঁপে

    রোদে পুড়ে গেছে আপনার ত্বক। চিন্তা নেই আগের মতো উজ্জ্বলতা পেতে আখের রসের সঙ্গে পরিমাণমতে পেঁপে মিলিয়ে সেটি সারা মুখে লাগান। প্রসঙ্গত, এই ফেইস প্যাকটি মুখের অবাঞ্চিত লোমের সমস্যাও কমায়।

     

    ত্বকের পরিচর্যায় আখ ও পেঁপের ফেইস প্যাক –

     

    ৪) আখ ও কফি

    এই দুই উপাদানের সঙ্গে পরিমাণমতে কমলা লেবুর রস মিশিয়ে বানিয়ে ফেলুন ফেইস স্ক্রাব। তারপর সেটি ধীর ধীরে মুখে লাগান। কমলালেবুর মধ্যে থাকা ভিটামিন-সি ত্বককে সুন্দর করতে দারুণ কাজে দেয়।

     

    ৫) এইচএ ফেসিয়াল (Hyaluronic Acid facial)

    আখের রসের সঙ্গে লেবুর রস, নারকেলের দুধ, আপেলের রস এবং আঙুরের রস মিলিয়ে একটি প্যাক বানিয়ে ফেলুন। তারপর সেটি মুখে লাগান। এই ফেইস প্যাকটি ত্বককে প্রাণবন্ত করার পাশাপাশি ত্বকের ক্ষত দূর করে।

     

    তাহলে দেখলেনতো ত্বকের যত্নে আখের রস কতোটা উপকারী! এখন আখ কম-বেশি বাজারে বেশ পাওয়া যায়। তাই আখ পেতে আশা করি আপনাদের তেমন সমস্যা হবে না।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments