More
    Homeঅনান্যত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

    ত্বকের পাশাপাশি চাই মেকাপ কিটস এর যত্ন

    কতদিন পরপর পরিষ্কার করতে হবে?

     

    বিভিন্ন ডার্মাটোলজিস্টের মতে, যারা রেগুলার মেকাপ করেন তাদের সপ্তাহে অন্তত একদিন মেকাপ কিট পরিষ্কার করা উচিত। স্পেশালি মেকাপ ব্রাশ, বিউটি ব্লেন্ডার। কারণ এইগুলো সরাসরি মুখে ব্যাবহার করা হয়। আর অন্যান্য কিট গুলো দুই সপ্তাহে একবার পরিষ্কার করা যেতে পারে। তাছাড়া মেকাপ কিট নিয়মিত পরিষ্কার করলে এগুলো দীর্ঘস্থায়ী হয় ও মেকাপ ভালো ব্লেন্ড হয়। অনেকদিন ক্লিন না করলে এর উপর তেল ও ময়লা জমে যায় যার কারণে মেকাপের সময় ব্লেন্ড হতে ঝামেলা হয়।

     

    কোন মেকাপ টুলস কীভাবে পরিষ্কার করবেন তা ভাবছেন? মেকাপ ব্রাশ, হেয়ার ব্রাশ, টুইজার একেকটি কিট পরিষ্কার করার পদ্ধতি একেক রকম।

     

    মেকাপ ব্রাশ

    ফাউন্ডেশন, কন্ট্যুরিং, হাইলাইটারের জন্য আলাদা আলাদা ব্রাশ ইউজ করা হয়। এছাড়া চোখের জন্য ব্যবহার করা হয় আলাদা ব্রাশ। এগুলো সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করা উচিত। যারা অকেশনালি মেকাপ করেন তার দুই সপ্তাহে একবার পরিষ্কার করতে পারেন।

     

     

     

    হাতের তালুতে অল্প বেবি শ্যাম্পু বা হালকা ক্লিনজার নিন। এবার একটি ব্রাশ ভিজিয়ে নিয়ে তা হাতের তালুতে নেয়া শ্যাম্পুর উপর ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ঘষতে থাকুন যেভাবে মেকাপ ব্লেন্ড করেন ঠিক সেভাবে। দেখবেন ব্রাশে লেগে থাকা ময়লা ও মেকাপগুলো উঠে আসছে। সব ময়লা পরিষ্কার হয়ে গেলে এবার পানি ছেড়ে তার নিচে হাত রেখে একিভাবে ঘষতে থাকুন। দেখবেন পরিষ্কার হয়ে গেছে। ধোয়া হয়ে গেলে ব্রাশ গুলো কখনও খাড়াভাবে রেখে শুকাবেন না। এতে পানি নিচের দিকে যেয়ে জমে যায় ও ব্রাশ নষ্ট হওয়ার সুযোগ থাকে। তাই ফ্ল্যাট ভাবে রেখে ব্রাশের সামনের দিকটি সামান্য নিচু করে রেখে শুকাবেন।

     

    বিউটি ব্লেন্ডার বা মেকাপ স্পঞ্জ

    প্রতিবার ব্যবহারের পরপরই মেকাপ স্পঞ্জটি পরিষ্কার করে নিবেন। একটি সালফেট ফ্রি সাবান নিয়ে তা স্পঞ্জে ভালোভাবে লাগিয়ে নিন। এবার স্পঞ্জটি ভালোভাবে ঘষে ধুয়ে নিন। সব সাবান বের হয়ে গেলে চেপে অতিরিক্ত পানি বের করে একটি পরিষ্কার টাওয়েল দিয়ে আরেকটু চেপে মুছে নিন।

     

     

     

    হেয়ার ব্রাশ বা চিরুনি

    হেয়ার ব্রাশ বা চিরুনি আপনি দুই থেকে তিন সপ্তাহে একবার পরিষ্কার করতে পারেন। একটি বোলে মাইল্ড কোন শ্যাম্পু নিয়ে তাতে ব্রাশটি ৩ থেকে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে নিন। ব্রাশ যদি প্লাস্টিকের না হয়ে ফেব্রিকের হয় তাহলে এতক্ষণ ভিজিয়ে রাখবেন না। সেক্ষেত্রে সামনের ব্রাশযুক্ত অংশটি শুধু ভিজিয়ে নিবেন। এরপর মেকাপ ব্রাশের মতো করে পরিষ্কার করে ফ্ল্যাটভাবে রেখে শুকাবেন।

     

     

     

    কাজল ও লিপ লাইনার শার্পনার

    এই জিনিসটিকে আমরা কেউই তেমন গুরুত্ব দিই না। কিন্তু এটিও যে মেকাপ কিটের একটি অন্যতম অংশ তা আপনি না মেনে পারবেন না। অন্যান্য টুলসের মতো এটিও সপ্তাহে একদিন পরিষ্কার করতে হবে। একটি কটনে অল্প অ্যালকোহল নিয়ে তা দিয়ে ঘষে শার্পনারের ব্লেড ও অন্যান্য অংশে লেগে থাকা লিপ লাইনার ও কাজলের ময়লা পরিষ্কার করে নিন। এই ময়লাগুলোকে আমরা খুব একটা কেয়ার করি না। কিন্তু এগুলো অনেকদিন ধরে জমে থেকে তাতে ব্যাক্টেরিয়ার গ্রোথ হয়। পরে যখন আমরা আবার শার্প করতে যাই তখন সেই ব্যাক্টেরিয়া লিপ লাইনার ও কাজলে লেগে যায়। তাই একে অবহেলা করা চলবে না।

     

     

     

    আইল্যাশ কার্লার

    শার্পনারের মতোই একটি কটন প্যাডে সামান্য মেকাপ রিমুভার লাগিয়ে নিয়ে তা দিয়ে আইল্যাশ কার্লারের রাবার প্যাড ভালভাবে মুছে নিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments