More
    Homeঅনান্যত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

    ত্বকের যত্নে ৮ ধরনের ডিটক্স আইস কিউব

    ৮ ধরনের ডিটক্স আইস কিউব দিয়ে ত্বকের যত্ন

    (১) গ্রিন টি আইস কিউব

     

    গ্রিন টি তো সবাই কমবেশি খাই তাই না? এটি যে ত্বকের যত্নেও ব্যবহৃত হয়, জানেন? অবাঞ্ছিত কালো দাগগুলো দূরীকরণে এটা কিন্তু ওষুধের মত কাজ করে। তাই গ্রিন টি বানিয়ে আইস ট্রেতে ঢেলে বরফ বানিয়ে রাখতে পারেন। তারপর স্কিনে চেপে চেপে লাগিয়ে নিতে পারেন নিয়মিত।

     

    (২) পুদিনা আইস কিউব

    ব্রণ ও রোদে-পোড়া দাগ কমাতে পুদিনাপাতা পেস্ট করে পানির সাথে মিশিয়ে নিন। মিশ্রণটি বরফ করে সেটা স্কিনে ম্যাসাজ করতে পারেন।

     

    (৩) দুধ ও লেবুর আইস কিউব

     

     

    স্কিনের ব্রাইটনেস বাড়াতে ও অ্যান্টি-এজিং এর জন্য আইস প্যাকটা খুবই ইফেক্টিভ। যতটুকু লেবুর রস ঠিক ততটুকু কাঁচা দুধ আইস ট্রে তে নিয়ে ফ্রিজে রেখে বরফ করে নিন। তারপর নিয়ম করে প্রতিদিন একটি করে কিউব নিয়ে মুখে আলতো করে ঘষা। ব্যস! খুব সহজ একটি ব্যাপার!

     

    (৪) গোলাপজল ও কাঁচা দুধের আইস কিউব

    সমপরিমাণ গোলাপজল ও কাঁচা দুধের মিশ্রণে তৈরি বরফ প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করে মুখ না ধুয়েই ঘুমিয়ে পরুন। সকালে উঠে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক উজ্জ্বল ও টানটান হবে।

     

    (৫) চকো আইস কিউব

     

     

    ১ চা চামচ চকো পাউডার বা তরল চকলেট সামান্য পানির সাথে মিশিয়ে বরফ করে ত্বকে ব্যবহার করুন। এটি ত্বকের ময়েশ্চার ধরে রাখে এবং ত্বকের দাগ দূর করার পাশাপাশি লাবণ্য ফিরিয়ে আনে।

     

    (৬) চিনাবাদাম আইস কিউব

    চিনাবাদাম পেস্ট ও পানি মিশিয়ে তৈরি বরফ প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বকে ব্যবহার করে ঘুমিয়ে পরুন। এটি ত্বকের বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করতে কার্যকরী ভুমিকা রাখে।

     

    (৭) তরমুজের আইস কিউব

    তরমুজের রসের আইস কিউবটির সাথে অনেকেই পরিচিত। স্কিনের ব্রাইটনেস বাড়িয়ে দাগ দূর করতে এটি সাহায্য করে।

     

    (৮) লেমন আইস কিউব

     

     

    লেমন আইস কিউবটিও অনেকেই ব্যবহার করেন। এক কাপ পানিতে একটি লেবুর রস মিশিয়ে বরফ করে সেটা বাইরে থেকে এসে ত্বকে ম্যাসাজ করলে। ত্বকের জ্বালা-পোড়া কমে ও ব্রণ দূর হয়।

     

    এছাড়াও, সাধারণ পানির বরফ অ্যাকনে কমাতে, অনিদ্রাজনিত কারণে সৃষ্ট চোখের নিচের ফোলাভাব কমাতে এবং মেকআপ দীর্ঘস্থায়ী করতে (মেকআপের আগে মুখে বরফ ঘষে ঘষে নিলে মেকআপ লং-লাস্টিং হয়) খুবই কার্যকরী।

     

    এইতো জেনে নিলেন রূপচচর্চায় বিভিন্ন ধরনের ডিটক্স বরফের উপকারিতার কথা। আশা করি লেখাটি আপনাদের জন্য হেল্পফুল হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments