More
    Homeঅনান্যত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

    ত্বকের সানট্যান দূর হবে ৫টি ঘরোয়া উপায়ে

    রোদ থেকে কি এইভাবে পালিয়ে থাকা সম্ভব? কোনোদিনও না। তাহলে কী এইভাবে রোদে পুড়ে যাবে ত্বক? এই সমস্যার সমাধান রয়েছে। ঘরোয়া কিছু প্যাক ত্বকের সানট্যান দূর করতে সাহায্য করবে। প্যাকগুলো জানার আগে চলুন জেনে নেই সানট্যান আসলে কী আর মেঘলা দিনে সানট্যান হয় নাকি এমনসব কথা!

     

    ত্বকের সানট্যান নিয়ে যত কথা

    সানট্যান কী?

    ত্বকের সানট্যান যেভাবে হয় –

     

    সানট্যান ত্বকের রঙ পরিবর্তন করে দেয়। কারণ আমাদের স্কিনে রয়েছে মেলানিন (melanin)। এটি ত্বকের পিগমেন্টেশনের (pigmentation) জন্য দায়ী। আর এই ট্যান কিন্তু আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে। আমরা যখন সূর্যের আলোতে বের হই, তখন সূর্যের আলো সরাসরি মেলানিন হরমোনের উপর পরে এবং যেটি সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি শুষে নেয়। যা পরবর্তিতে ত্বকে সানট্যান হিসাবে দেখা দেয়। যার কারণে দীর্ঘসময় সূর্যের আলোতে থাকতে নিষেধ করা হয়। সূর্যের আলোতে বের হওয়ার সময়,যতটুকু সম্ভব ওড়না, হ্যাট অথবা স্কার্ফ ব্যবহার করার চেষ্টা করবেন। এতে সরাসরি সূর্যের আলো ত্বকে পরা থেকে বিরত থাকবে।

     

    মেঘলা দিনে কি সানট্যান পরে?

    এই প্রশ্নের উওর হলো, হ্যাঁ মেঘলা দিনে সানট্যান পরে থাকে। গবেষণা অনুযায়ী মেঘলা দিনে কমপক্ষে ৯০% ইউভি রশ্মি থাকে। এই ইউভি রশ্মি ত্বকে সানট্যান পরার জন্য দায়ী। তাই মেঘলা কিংবা সূর্য উজ্জ্বল দিন যাই হোক না কেন, ইউভি রশ্মি থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করুন।

     

     

     

    আপনি চাইলে অথেনটিক সানস্ক্রিন কিনতে পারেন অনলাইনে শপ.সাজগোজ.কম থেকে অথবা কিনতে পারেন সাজগোজের দুটি ফিজিক্যাল শপ থেকেও, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ারে অবস্থিত।

    যেভাবে ত্বকের সানট্যান দূর করতে পারবেন

    কিছু ট্রিটমেন্টের মাধ্যমে সানট্যান দূর করা সম্ভব। সেগুলো হলো-

     

    ১) এক্সফলিয়েশন

    এক্সফলিয়েশন ত্বকের মৃত কোষ বা ডেড সেলগুলো দূর করতে সাহায্য করে। ত্বকের উপর কালো ত্বক দূর করে পরিষ্কার করে।

     

    ২) কেমিক্যাল পিল

    কেমিক্যাল পিল ট্রিটমেন্ট কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে এটি আপনার ত্বক থেকে সানট্যান দূর করার সাথে সাথে একটি উজ্জ্বল ফ্রেশ লুক এনে দিবে। তবে এই ট্রিটমেন্ট নেওয়ার পর কিছু সাবধানতা অবলম্বন করতে হয়।

     

    ৩) লেজার ট্রিটমেন্ট

    লেজার ট্রিটমেন্ট সম্পর্কে কম বেশি আমরা সবাই শুনেছি। এটি ত্বকের শুষ্ক এবং মৃত কোষের স্তরটি দূর করে দেয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments