More
    Homeঅনান্যত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

    ত্বক করতে উজ্জ্বল | চালের গুঁড়ার ৩ টি মাস্ক!

    চালের গুঁড়া যেভাবে কাজ করবে –

    ত্বক ফর্সা করতে চালের গুঁড়া যেভাবে কাজ করবে তা জানুন –

     

    (১) চালের গুঁড়ায় থাকে খুবই উচ্চমানের PABA (Para aminobenzonic acid), যা খুব ভালো সানস্ক্রিন হিসেবে কাজ করে। ফলে সুর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিন থাকে সুরক্ষিত ।

     

    (২) চালের গুঁড়ায় থাকা allantoin নামের উপাদান রোদে পোড়া ত্বক ঠিক করে ও ক্ষতিগ্রস্ত ত্বক রিপেয়ার করে।

     

    (৩) চালের গুঁড়ায় থাকা tyrosinase নামক উপাদান স্কিনের মেলানিন উৎপাদনের হার কমিয়ে আনে।

     

    (৪) চালের গুঁড়া স্কিনের অতিরিক্ত অয়েল ও সেবাম উৎপাদন দূর করে।

     

    (৫) চালের গুঁড়ায় থাকে অতি উচ্চমানের ভিটামিন বি, যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষ নতুন করে উৎপাদন করে, ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে।

     

    (৬) চালের গুঁড়া ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় এবং ঝুলে পড়া রোধ করে টানটান করে তুলে।

     

    এই চালের গুঁড়া দিয়ে বেশ কয়েকভাবে মাস্ক বানানো যায়। তবে এখানে আমি তিনটি ফেসমাস্ক বানানোর কথা আপনাদের জানাবো, যা আপনাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। ফেস থেকে দাগ-ছোপ দূর করবে, টানটান করবে, ফর্সা ও উজ্জ্বল করবে কয়েক সেড পর্যন্ত।

     

    (১) চালের গুড়া, আটা ও দুধের মাস্ক

    এক চা চামচ চালের গুঁড়া

    এক চা চামচ আটা

    এক চা চামচ গুঁড়া দুধ/ দুই চা চামচ লিকুইড দুধ

    ত্বক ফর্সা করতে চালের গুড়া, আটা ও দুধের মাস্ক –

     

    সব উপাদান ভালো করে মিশাতে হবে। এরপর মুখ ধুয়ে মাস্কটা মুখে ও গলায় লাগিয়ে রাখতে হবে ২০ মিনিট। তারপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে ভালো করে। খেয়াল রাখতে হবে মুখে যেন কিছু থেকে না যায়। সপ্তাহে ২/৩ বার লাগাতে হবে। এক মাসের মধ্যেই দেখবেন স্কিন ঝলমল করছে।

     

    (২) চালের গুঁড়া,মুলতানি মাটি ও টমেটোর মাস্ক

    এক চা চামচ চালের গুঁড়া

    আধা চা চামচ মুলতানি মাটি

    অর্ধেকটা টমেটোর রস

    ত্বক উজ্জ্বল করতে চালের গুঁড়া,মুলতানি মাটি ও টমেটোর মাস্ক –

     

    এক সাথে সব উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মুখ ধুয়ে মাস্কটা মুখে ও গলায় লাগাতে হবে। ২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। এটি আপনার স্কিনের অতিরিক্ত তেল, সেবাম দূর করবে আর স্কিন উজ্জ্বল করবে ভীষণ রকম। এই মাস্কটিও সপ্তাহে ২/৩ দিন লাগাতে হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments