থামল নাদালের পথচলা। হল বর্ণময় কেরিয়ারের বিবর্ণ ইতি। ২৩ বছরের দাপট শেষে লাল সুড়কির সম্রাট থামলেন। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে স্পেনকে জেতাতে পারেননি রাফায়েল নাদাল। হেরেছেন শেষ ম্যাচে। তবে মন জিতে নিয়েছেন অসংখ্য অনুরাগীর। নাদালের শেষের শুরু দেখার জন্য উপচে পড়েছিল দর্শক। রাফা রাফা ধ্বনিতে গর্জে ওঠে স্টেডিয়াম। ম্যাচের আগে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বহুচেষ্টায়ও নিজের আবেগকে লুকোতে পারেননি নাদাল। চোখ ছলছল করে উঠেছে। বিদায়ে আর কান্না আটকাতে পারেননি। ২৩ বছরের কেরিয়ারের ২২টি গ্র্যান্ডস্লাম জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি ১৪টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। সব মিলিয়ে স্প্যানিশ এই তারকা জিতেছেন ৯২টি খেতাব। গত কয়েকবছর চোটে জর্জরিত ছিলেন নাদাল। জুলাইয়ের পর কোনও ম্যাচ খেলেননি। নিজেই খেলা শেষে বলেছেন, ‘আমি টেনিস খেলতে খেলতে ক্লান্ত নয়, আমার শরীর চায় না আমি খেলাটা চালিয়ে যাই এবং সেটা মেনে নিতে হবে। আমি অনেক ভাগ্যবান। নিজের শখকে দীর্ঘ সময়ের জন্য পেশা হিসেবে রাখতে পেরেছি।’