থামল সেই চেনা হাসি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে পরাজিত ভারতীয় ফিল্ম ও টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা তথা কৌতুকশিল্পী অতুল পারচুরে। বয়স হয়েছিল মাত্র ৫৭ বছর। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে সোমবার প্রয়াত হলেন অভিনেতা। দীর্ঘদিন ধরেই ‘কপিল শর্মার শো’তে দেখা মিলেছিল তাঁর। টেলিভিশনের পাশাপাশি সমানভাবে জনপ্রিয়তা কুড়িয়েছেন ছবির জগতেও। মাস কয়েক আগেই নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন তিনি। শরীরে টিউমার ধরা পড়েছিল তাঁর। যা পরবর্তীতে ক্যানসারের আকার নেয়। তবে দীর্ঘদিন লড়াইয়ের পড়েও ক্যানসারের কাছে হার মানলেন অতুল পারচুরে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎও।