More
    Homeখবরথ্রেট কালচার নিয়ে সরব লকেট চট্টোপাধ্যায়, ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

    থ্রেট কালচার নিয়ে সরব লকেট চট্টোপাধ্যায়, ডিসি নর্থের অফিসের সামনে বিক্ষোভ বিজেপির

    টলিউডের থ্রেট কালচার নিয়ে এবার সরব লকেট চট্টোপাধ্যায়। স্বরূপ বিশ্বাস, অরূপ বিশ্বাসের নামে ফের নিশানা করলেন প্রাক্তন বিজেপি সাংসদ। প্রায় এক দশকে বেশি সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে এই থ্রেট কালচার চলছে। অভিযোগ করেছেন তিনি। বহু মানুষ, কলাকুশলীদের এই পেশা থেকে সরে অন্য কাজে যেতে হয়েছে। আলু, পেঁয়াজের ব্যবসা করতে হয়েছে। ইন্ডাস্ট্রির লোকেদের কাজ পাওয়া নিয়ে রাজনৈতিক দলাদলি টলিউডের মধ্যে। এমনই মারাত্মক অভিযোগ করলেন লকেট চট্টোপাধ্যায়।

     

    আগেও লকেট চট্টোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এখনও এই দুজনেই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই মুহূর্তে টলিউডের ট্রেড কালচার নিয়ে বহু শিল্পী কলাকুশলী সরব। তাঁদের পাশে বিজেপি নেত্রী আছেন। ” অনেকের অভিশাপ আছে এদের উপরে। অনেকের সংসার, পেট নষ্ট করেছে। অনেককে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে।” এই কথা বলেছেন লকেট। কাজ না পেয়ে টলিউডের এক মহিলা কর্মী আত্মহত্যা চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে তিনি বিপদ থেকে মুক্ত হয়েছেন। সেই ঘটনার পরেই টলিউডের সঙ্গে যুক্ত অনেকেই থ্রেট কালচার নিয়ে মুখ খুলছেন। সেই হেয়ার ড্রেসার কর্মীকে লকেট চট্টোপাধ্যায় চেনেন। তিনি তাঁর সঙ্গে দেখা করবেন।

     

    ডিসি নর্থের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপির কর্মী – সমর্থকরা। থানার বাইরেই রাস্তায় বসে অবস্থান করেন তাঁরা। মহিলা মোর্চার তরফ থেকে এদিন রাজ্যের একাধিক থানা ঘেরাও কর্মসূচি করা হয়েছিল। এদিন লকেট চট্টোপাধ্যায়দের আটকে দেয় কলকাতা পুলিশ। মানিকতলায় রাস্তার উপর গার্ডরেল দিয়ে আটকানো হয়। সেই গার্ডরেল টপকে যান লকেট চট্টোপাধ্যায়। গঙ্গাজল ও ঝাঁটা নিয়ে যাওয়া হয়েছিল। শুদ্ধকরণ কর্মসূচিতে ডিসি নর্থের অফিসের সামনের অংশ গঙ্গাজল দিয়ে ধুইয়ে দেওয়া হয়। নিজে ঝাঁটা নিয়ে রাস্তায় নামেন লকেট। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নেমেছিলেন বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। পুলিশের ভূমিকা নিয়ে বরাবর আরজি কর কাণ্ডে প্রশ্ন রয়েছে পুলিশের বিরুদ্ধে। এবার এই কর্মসূচি নিলেন লকেট চট্টোপাধ্যায়রা। মানিকতলায় ডিসি নর্থের অফিসের সামনে এদিন কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments