More
    Homeরাজ্যদক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

    দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

    লাগাতার প্রবল বৃষ্টি হয়েই চলেছে মুষলধারায়। আবহাওয়া দফতরের (weather office) পূর্বাভাস অনুযায়ী, গতকালের মত আজও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা (West Bengal Weather Forecast) রয়েছে গোটা উত্তরবঙ্গ (North Bengal) জুড়েই। যার ফলে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে নদীর জলস্তর। জারি হয়েছে লাল সতকর্তা। বাংলার দক্ষিণবঙ্গে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সতর্কতা। টানা বৃষ্টির জেরে জলমগ্ন বেশকিছু এলাকা। সমতলে নদীর জলস্তর বৃদ্ধির এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গকে নিয়ে আশঙ্কায় থেকে লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

    বাংলার উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও। শনিবার গোটা উত্তরবঙ্গ জুড়েই অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments