তিনি ছিলেন পুরুষতান্ত্রিক সমাজের স্পর্ধা। রঙ্গমঞ্চের কিংবদন্তুি বিশ্বাস করতেন, “দর্শককে যদি বিভোর না করা যায়, যতই ভালো অভিনয় করা হোক, তাঁদের ধরে রাখা যায় না।” হ্যাঁ, সক্ষম হয়েছিলেন তিনি। ছাপোষা এক মেয়ে থেকে গিরিশ ঘোষের হাত ধরে নাট্যমঞ্চের বিনোদিনী হয়ে উঠেছিলেন তিনি। শনিবার মুক্তি পেল রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী-একটি নটীর উপাখ্যান’ সিনেমার ট্রেলার। স্বল্প বয়সের বিনি হোক কিংবা জীবন সায়াহ্নে এসে দাঁড়ানো বিনোদিনী, সব চরিত্রেই যেন হাততালি পেয়েছেন রুক্মিণী মৈত্র। ছবিতে গিরিশ ঘোষের ভূমিকায় রয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর হাত ধরেই বিনি পা রেখেছিল নাট্যমঞ্চের দুনিয়ায়। অন্যান্য চরিত্রে মীর, গৌতম হালদার, চন্দন রায় সান্যাল, রাহুল বোস, ওম সাহানির অভিনয়ও এক কথায় অনবদ্য। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ২৩ জানুয়ারি।