দর্শকাসনে পাশাপাশি আভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই, কন্যা আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একইফ্রেমে তারকা দম্পতি। অবশেষে কি বিচ্ছেদের জল্পনায় ইতি! সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের জল্পনার ইতি টেনে বহাল তবিয়তে আভিষেক-ঐশ্বর্যার সম্পর্ক। সম্প্রতি কন্যা আরাধ্যার স্কুলের একটি অনুষ্ঠানে দর্শকাসনে পাশাপাশি বসে অনুষ্ঠান উপভোগ করলেন তারকা দম্পতি। অনুষ্ঠান শেষে মেয়েকে নিয়ে একসঙ্গে ঘরেও ফিরলেন তাঁরা। এ দিন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চনও। ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই খুশি অনুরাগীরা। বলা বাহুল্য, বিগত বেশ কিছু সময় ধরে বারংবার আলোচনায় উঠে এসেছে তাঁদের সম্পর্কের সমীকরণ। বহু অনুষ্ঠানে শুধুমাত্র মায়ের সঙ্গেই দেখা মিলেছিল আরাধ্যার। তবে এ বার বাবা-মাকে একসঙ্গে পেয়ে যেন আনন্দে আত্মহারা মেয়েও। নতুন বছরের সূচনালগ্নে স্বপরিবারে ঘুরতে যাওয়ার দৃশ্যয় ক্যামেরাবন্দি হয়েছে বিমানবন্দরে। যা দেখে বেজায় স্বস্তিতে তারকাদের অনুরাগীমহল।