দলীয় সভাপতির বিরুদ্ধেই ক্ষোভ কে পি পির একাংশের, বহিষ্কৃতদের গুরুত্ব দেবার প্রয়োজনীয়তা মনে করি না, অধির রায়।
মঙ্গলবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষে বুদারু রায়, সহ নেতৃত্বের একাংশ জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বর্তমান দলীয় সভাপতি অধির রায়ের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, নির্বাচনের ১১ মাস পর,আজ পর্যন্ত দলীয় সভাপতি কোনো আন্দোলন করার কথা বলেন নি। এছাড়াও দলীয় কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রেও আমরা ওনার সদিচ্ছার অভাব অনুভব করেছি,যে কারনে বিগত কয়েক দিন ধরে দলের সাধারণ কর্মী সমর্থক থেকে নেতৃত্ব একটি সাধারণ সভা ডাকার জন্য ওনাকে চিঠি দিয়ে অনুরোধ করা হলেও গুরুত্ব দিচ্ছেন না।
এমত অবস্থায় আমরা আগামী ৩০ শে মার্চ শিলিগুড়ির মেডিক্যাল কলেজ মোড়ের একটি সভা ঘরে আমরা উদ্ভূত পরিস্থিতি সম্পর্কিত বিষয় নিয়ে যে সাধারণ সভার ডাক দিয়েছি ,সেই সভায় সমস্ত কামতাপুর প্রগ্রেসিভ পার্টির কর্মী ,সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি।