‘দলের টিকিট পেয়ে গেছি, নির্বাচনের তারিখ ঘোষণার দিন গুণছি’, সমাজমাধ্যমে জানালেন সুদীপ্তা চক্রবর্তী। এবার রাজনীতিতে নাম লেখাচ্ছেন তিনি? প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডের শুরু থেকেই সমাজমাধ্যমে প্রতিমুহূর্তে সরব হয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। অনশনরত জুনিয়র চিকিৎসকদের নিয়েও লাগাতার বার্তা দিয়েগিয়েছেন তিনি। আমরণ অনশনের জেরে শরীর ভেঙে পড়ছে একের পর এক চিকিৎসকের। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি করানো হল জুনিয়র ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়কে। সমাজমাধ্যমে তা পোস্ট করে জানাতেই এক ব্যক্তি কমেন্টে লেখেন, ‘আপনাকে সম্মান করতাম। কিন্ত যার জন্য করছেন, টিকিট কিন্তু পাবেন। কিন্তু…’ তবে মোক্ষম জবাব দিয়েছেন অভিনেত্রীও। ‘পাবেন কেন বলছেন? পেয়ে গেছি টিকিট…নির্বাচনের তারিখ ঘোষণার দিন গুণছি। অভিনয়ের ক্যারিয়ার তো শেষ। আর কেউ পার্ট দেয় না। আপনার বন্ধুবান্ধবদের থেকে গত দু’মাস ধরে এই সমস্ত কথা শুনতে শুনতে এই সিদ্ধান্ত নিলাম। ভালো করলাম না বলুন?’