দলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করলেন পূর্ব মেদিনীপুরের প্রাক্তন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির অধিকারী। বিধানসভা ভোটের ঠিক মাসখানেক আগে শিশিরের এই অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, শিশিরের তৃণমূল-ত্যাগ স্রেফ সময়ের অপেক্ষা।বুধবার শিশির অধিকারী বলেন, ‘আমাদের দল নিকৃষ্ট মানের লোকজনকে এখানে পাঠিয়ে আক্রমণ করেছেন। যাঁরা নিজেদের উপরতলার (নেতা) হিসেবে মনে করেন, তাঁরাও আক্রমণ করেছেন। সেই আক্রমণ তো আমায় প্রতিহত করতে হবে।’ তাঁর কথায়, ‘আপাতত ঘরেই আছি। ছেলেরা বলেছে ঘরে থাকতে। কিন্তু ছেলেকে আক্রমণ করলে ছেড়ে কথা বলব না!’ উল্লেখ্য, গত মাসে কাঁথিতে গিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা শিশিরের দাবি, সেটা শুধু রাজনৈতিক আক্রমণ ছিল না।শিশির অধিকারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, শিশিরবাবুর কথাতেই স্পষ্ট তিনি আর বেশিদিন তৃণমূলে নেই।