More
    Homeআন্তর্জাতিকদশ লাখ ডলার মূল্যের গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেলেন এক ভারতীয় শিক্ষক

    দশ লাখ ডলার মূল্যের গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেলেন এক ভারতীয় শিক্ষক

    এই প্রথম কোনও ভারতীয়ের হাতে উঠল এই অ্যাওয়ার্ডের সম্মান ।ইউনেস্কোর অংশীদারিত্বে দেওয়া দশ লাখ ডলার (প্রায় ৭.৩৮ কোটি টাকা) মূল্যের গ্লোবাল টিচার প্রাইজ জিতলেন মহারাষ্ট্রের সোলাপুরের শিক্ষক রণজিৎসিং দিসালে। পুরস্কার অর্থের অর্ধেক তিনি চূড়ান্ত পর্বে পৌঁছানো বিভিন্ন দেশের বাকি ৯ সহ-প্রতিযোগীর সঙ্গে ভাগ করে নিয়েছেন।

    ২০১৪ সালে এই পুরস্কারের সূচনা করে ভারকে ফাউন্ডেশন। সংস্থার তরফে বিজয়ী রণজিৎসিং সম্পর্কে বলা হয়েছে, পরিতেওয়াদি গ্রামের জেলা পরিষদ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের জীবনে আমূল পরিবর্তন আনতে সফল হয়েছেন।

    প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজেতাদের নাম লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম থেকে এক অনলাইন অনুষ্ঠানে ঘোষণা করেন অভিনেতা-লেখক স্টিফেন ফ্রাই।

    ফাউন্ডেশন জানিয়েছে, পুরস্কার জেতার পরে ভাষণে রণজিৎসিং এক ‘অসাধারণ ঘোষণা’ করে জানান, তিনি পুরস্কার অর্থের অর্ধেকাঁশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পৌঁছানো সহ-প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নেবেন। এর ফলে চূড়ান্ত পর্বে ওঠা প্রত্যেক প্রতিযোগী পাবেন ৫৫,০০০ ডলার। সংগঠকরা জানিয়েছেন, পুরস্কারের গত ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনও বিজেতা তাঁর পুরস্কার অর্থ সহ-প্রতিযোগীদের সঙ্গে ভাগ করে নিলেন।।

    বিশ্বের ১৪০টির বেশি দেশের ১২,০০০ এর বেশি মনোনয়নের মধ্যে থেকে বিজেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে রণজিৎসিং দিসালেকে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং সমাজে শিক্ষকের ভূমিকা পালনের অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments