More
    Homeবিনোদন"দাঁড়াতে হলে নির্বাচনে গিয়ে দাঁড়ান," অনুরাগীদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম!

    “দাঁড়াতে হলে নির্বাচনে গিয়ে দাঁড়ান,” অনুরাগীদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম!

    “দাঁড়াতে হলে নির্বাচনে গিয়ে দাঁড়ান।” অনুরাগীদের ওপর মেজাজ হারালেন সোনু নিগম! রীতিমতো রেগে গিয়ে মঞ্চে দাঁড়িয়েই ভক্তদের ওপর চিৎকার করলেন জনপ্রিয় গায়ক। সরাসরি বেরিয়ে যেতে বললেন শো ছেড়ে! হঠাৎ কী এমন ঘটেছিল এদিনের অনুষ্ঠানে?

     

    ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মঞ্চে দাঁড়িয়ে জনতাদের উদ্দ্যেশ্য করে চিৎকার করছেন গায়ক। তাঁকে বারবার জনতাকে বসতে বলতে শোনা যায় ভিডিয়োতে। এক পর্যায়ে, সোনুকে বলতে শোনা যায়, “যদি দাঁড়াতে চান, নির্বাচনে দাঁড়ান। বসাও দয়া করে এদের। তাড়াতাড়ি বসো, আমার দেরি হয়ে যাচ্ছে। এবার গান কম গাইতে হবে আমায়।” প্রথমে তাঁর কথায় কোনও কাজ হয় না। এবার খানিক চটে গিয়েই গায়ক বলেন, “বসো! বসো তাড়াতাড়ি! বেরিয়ে যাও। তাড়াতাড়ি খালি করো এই জায়গাটা।”

     

    তবে, এই ঘটনার পর অনুরাগীরা কটাক্ষ না করে তাঁর পক্ষ নিয়েই ভরালেন কমেন্টবক্স। অনেকের মতে নিজের নিরাপত্তা রক্ষার স্বার্থেই এই কাজ করেছেন সোনু।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments