‘দানা’র আতঙ্কেই দু’দিনের জন্য সাধারণদের জন্য বন্ধ হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা। কিন্তু রীতির পরিবর্তন হল না। ঠিকই উড়ল পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজা। আকাশ ঘন মেঘে ছেয়ে আছে। সাধারণদের প্রবেশ নিষিদ্ধ হলেও মন্দিরে হবে বিশেষ পুজোও। ওড়িশার ধামড়া ও ভিতরকণিকা এলাকায় ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল হবে বলে পূর্বাভাস। এরজেরেই শুক্রবার পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দির ও কোনার্ক বন্ধ থাকবে।