দারুণ লড়াইয়ের পর দিনের শেষ বলে মোক্ষম ধাক্কাটি খেল ভারত। ৭০ রানে অপরাজিত আর থাকা হল না বিরাট কোহলির। আউট হয়েই ফিরলেন। ফলে, সরফরাজ-বিরাট জুটির লড়াই আর দেখা যাবে না চতুর্থ দিন। ভারত এখনও নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে ১২৫ রানে। তারপর লিড, তারপর শেষ ইনিংসে ধাক্কা দেওয়ার কাজ বোলারদের… আপাতদৃষ্টিতে দিল্লি বহুত দূর। বাকি যে দু’দিন। ভারতের ৪৬ রানে গুটিয়ে যাওয়ার পর নিউজিল্যান্ড প্রথম ইনিংসেই তুলে ফেলে ৪০২ রান। তাতে রাচিন রবীন্দ্রর ঝকঝকে ১৩৪ রান। শেষে সাউদিও যোগ করেন ৬৫ রান। রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব নেন ৩টি করে উইকেট। সিরাজের ২ ও বুমরাহ-অশ্বিনের ১টি করে উইকেট। ৩৫৬ রান পিছিয়ে শুরু করে রোহিত-যশস্বী জুটি তোলে ৭২ রান। যশস্বী ফেরেন ৩৫ রানে। রোহিত ফিকটি করে ভরসা দিলেও, ৫২ রানে ফিরতে হয়। এরপর জুটি বাঁধেন সরফরাজ আর বিরাট। এগোতে থাকে রান। তাতেই দিনের শেষ বলে আউট হলেন বিরাট। সরফরাজ ৭০ রানে অপরাজিত। ভারত করেছে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান।