জল্পনাই সত্যি। দিওয়ালিতে মাহি ভক্তদের বাম্পার গিফটই দিল চেন্নাই সুপার কিংস। আগামী আইপিএলেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো আনক্যাপড খেলোয়াড় ধরে রাখতে পারবে। ধোনি এবার অ্যানক্যাপড ক্রিকেটার ফলে ৪ কোটি তিনি পাচ্ছেন। তবে টাকার অঙ্ক নয়, ধোনি খেলবেন, ধোনির খেলা দেখা যাবে আবার তাতেই খুশি চেন্নাই ও ধোনি ভক্তরা। আইপিএলের সেই সূচনা লগ্ন থেকেই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এবারও ‘থালা’কে দেখতে পাবেন চেন্নাই ভক্তরা। চেন্নাই সুপার কিংস যে রিটেনশন লিস্ট জমা দিয়েছে তাতে ধোনি ছাড়াও ১৮ কোটি টাকা দিয়ে রুতুরাজ গায়কোয়াড়, ১৩ কোটিতে মাথিসা পাথিরানা, ১২ কোটিতে শিবম দুবে ও ১৮ কোটিতে রবীন্দ্র জাদেজাকে রিটেন করেছে।