Wednesday, October 4, 2023
Homeরাজ্যদিঘা থেকে ফেরার সময় মোটরবাইক দুর্ঘটনা! মৃত্যু হাওড়ার আইনজীবীর, জখম ১ জন

দিঘা থেকে ফেরার সময় মোটরবাইক দুর্ঘটনা! মৃত্যু হাওড়ার আইনজীবীর, জখম ১ জন

দিঘা থেকে ফেরার সময় মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক পর্যটকের। জখম হয়েছেন আরও একজন। শনিবার ভোরে দিঘা থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা। ঘেরসাইয়ের কাছে একটি মাছের লরি মোটরবাইকটিকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে মৃতের নাম অনুপম পণ্ডিত (৪০)। পেশায় আইনজীবী ছিলেন তিনি। শুক্রবার সকালে হাওড়ার উদয়নারায়ণপুর থেকে দুটি মোটরবাইকে চার বন্ধু দিঘা রওনা হয়েছিলেন। রাতে দিঘায় থেকে শনিবার ভোরে বাড়ির পথে রওনা দেন তাঁরা। দিঘার কাছে ঘেরসাইতে দ্রুতগতিতে আসা একটি মাছের লরি একটি মোটরবাইকে ধাক্কা মারে। রাস্তার ধারে নয়নজুলিতে ছিটকে পড়ে মোটরবাইকটি। বিকট আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। তাঁরাই আহতদের দিঘা হাসপাতালে নিয়ে যান। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। গুরুতর জখম অপর মোটরবাইক আরোহীকে পাঠানো হয় কাঁথি মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিত্‍সাধীন রয়েছেন অভিষেক পোড়েল নামে ওই যুবক। তিনি পেশায় ল-ক্লার্ক বলে জানা গেছে। মৃত ও আহত দুই যুবকই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সকালের দিকে ঘন কুয়াশা ছিল। তারউপর মাছের লরি ও মোটরবাইক দু’টির গতিই ছিল খুব বেশি। দৃশ্যমানতা কম থাকায় মোটরবাইকের সঙ্গে মাছের লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। আইনজীবী অনুপম পণ্ডিতের ঘাড়ে ও শিড়দাঁড়ায় চোট লাগে। তাই তাঁকে আর বাঁচানো যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments