দিনভর নির্জলা উপবাস, চালুনি দিয়ে মিয়া খালিফার মুখও দেখলেন বৃদ্ধ। ভিডিও প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে তা ভাইরাল। প্রাক্তন পর্ন তারকার মঙ্গলকামনা করে করওয়া চৌথ? হ্যাঁ, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক হাতে চালুনি এবং অন্য হাতে জলের ঘটি নিয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধ। চালুনি নিয়ে চাঁদ দেখছেন তিনি। চালুনির সামনে মঙ্গলপ্রদীপও রাখা। চাঁদ দেখার পর ওই বৃদ্ধ ছাদের একটি দেওয়ালের দিকে ঘুরে দাঁড়ান। দেওয়ালে লাগানো মিয়ার ছবি। ভিডিও ইতিমধ্যেই ছুঁয়েছে লক্ষ লক্ষ ভিউ।