বুধবার দিল্লির আর্মি হাসপাতাল থেকে করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। এদিন তিনি আর্মি আর-আর হাসপাতালে তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। টিকা নিয়ে হাসপাতালের চিকিত্সক-সহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘দেশের চিকিত্সক-স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমে আমাদের টিকাকরণ চলছে। প্রত্যকে এগিয়ে এসে করোনা টিকা গ্রহণ করুন।’ জানা গিয়েছে, চলতি সপ্তাহে আরও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য প্রবীণ রাজনীতিবিদরা টিকা নেবেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় ১৫ হাজার সংক্রমিত। এই সংখ্যা ধরে দেশে মোট সংক্রমিত ১,১১,৩৯, ৫১৬ জন। পাশাপাশি ২৪ ঘণ্টায় মৃত ৯৮ জন। মোট মৃত ১,৫৭, ৩৪৬ জন। দেশব্যাপী সক্রিয় রোগীর সংখ্যা ১,৭০, ১২৬।