শুক্রবার সন্ধেয় দিল্লিতে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে জরুরি আলোচনা সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ।
আসন্ন নির্বাচনের রণকৌশল নির্ধারণেই দিলীপ, মুকুল, রাহুলদের সঙ্গে আলোচনা সারলেন সাহ। অমিত শাহের বাড়িতে হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সবাপতি জেপি নাড্ডা, পশ্চিমবঙ্গে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
একুশের ভোট প্রেস্টিজ ফাইট। বাংলা দখলে মরিয়া বিজেপি। নিয়ম করে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্তরের বিজেপি নেতারা। জেলায়-জেলায় ঘুরে কর্মিসভা, বৈঠক সারছেন তাঁরা। রাজ্য ঘুরে গিয়ে দিল্লিতে মোদী-শাহ-নাড্ডাদের রিপোর্ট দিচ্ছেন তাঁরা।
সেই মতো দিল্লি বসে বাংলা দখলের ছক সাজাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। একইসঙ্গে প্রতিদিন আলোচনা চলছে দলের বঙ্গ ব্রিগেডের সঙ্গে। কোন পথ ধরে এগোলে সাফল্য মিলবে তা নিয়ে চলছে আলোচনা।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে আরও বেশি নজর দিতে বলেছেন আমিত শাহ।
জেলায়-জেলায় দলের সংগঠন আরও বেশি মজবুত করতে নিয়মিত তত্পরতা নিতে বলেছেন দলের রাজ্য নেতাদের। বুথস্তর পর্যন্ত দলের সংগঠন মজবুত না হলে একুশের ভোটে সাফল্য মেলা কঠিন, শুক্রবারের বৈঠকে ফের একবার দিলীপ ঘোষ, মুকুল রায়দের সেই কথাই বলেছেন শাহ।
বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসকদল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন বা একাধিক নেতা যোগ দেবেন বলেও জানা যাচ্ছে। তবে ভোটের মুখে এবার তৃণমূল বা অন্য দল ছেড়ে বিজেপিতে আসা রাজনৈতিক নেতা-নেত্রীদের ক্ষেত্রে আরও একটু সচেতন হতে হবে বলে পরামর্শ দিয়েছেন অমিত শাহ।