প্রজাতন্ত্র দিবসের সকাল থেকে দিল্লি এবং দিল্লি-লাগোয়া এলাকা কৃষক আন্দোলনকে ঘিরে যে হিংসা ছড়িয়ে পড়েছে, তা নিয়ে শাহকে অবহিত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। দুপুরের পরে দিল্লির আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশের শীর্ষ কর্তাদের বৈঠক করেন শাহ। সেজন্য প্রথামাফিক রাইসিনা হিলের অনুষ্ঠানে যাননি। শাহের সঙ্গে বৈঠকে ছিলেন দিল্লির পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব এবং ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) অধিকর্তা অরবিন্দ কুমারও।
সূত্রের খবর, দিল্লিতে আরও আধা-সামরিক বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন শাহ। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সোমবার যে ১৫ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে, তার থেকে বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে। মঙ্গলবার পাঁচ কোম্পানি আধা-সামরিক বাহিনীকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছে।