দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গের জন্য স্পেশ্যাল প্যাকেজ চেয়েছেন তিনি। শনিবার রাতে দিল্লিতে শাহের বাসভবনের বাইরে বেরিয়ে এমনটাই জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগদান করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বললেন, কাল থেকেই বিজেপির হয়ে রাজ্যের উন্নয়নে ঝাঁপাবেন তিনি।
এদিন নয়া দিল্লিতে অমিত শাহের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক হয় রাজীব, বৈশালী, রথীনবাবুদের। এর পর বাইরে বেরিয়ে রাজীববাবু বলেন, ‘আমি আগেই বলেছি কেন্দ্রের সাহায্য ছাড়া কোনও রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে।’
অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক প্রসঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, ‘আমি অমিত শাহের সঙ্গে রাজ্যের জন্য স্পেশ্যাল প্যাকেজ চেয়েছি। সঙ্গে রাজ্যের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থানের দাবি জানিয়েছি। রাজ্যে আইনশৃঙ্খলার অবস্থা ঠিক করতেও আবেদন জানিয়েছি তাঁর কাছে।’ শাহ জানিয়েছেন, ‘বাংলার উন্নয়নকে পাখির চোখ করেছে বিজেপি।’
এদিন সাংবাদিকদের সামনে তাঁদের বিজেপিতে যোগদান করাতে তৎপর হওয়ার জন্য কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়কে ধন্যবাদ জানান রাজীব। বলেন, আগামিকাল ডুমুরজলার সভায় হাজির থাকবেন তাঁরা সবাই। সেখানে আরও বহু মানুষ বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানান তিনি।