More
    Homeজাতীয়দিল্লির এইমস হাসপাতালে কোভ্যাক্সিন টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    দিল্লির এইমস হাসপাতালে কোভ্যাক্সিন টিকা নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

    দ্বিতীয় পর্বের টিকাকরণ শুরুর প্রথম দিন করোনার প্রতিষেধক নিলেন মোদী। তাঁকে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিষষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা।সূত্রের খবর, আমজনতা যাতে কোনওরকমভাবে নাকাল না হন, সেজন্য সোমবার সকালের দিকেই করোনা টিকা নেওয়ার সময় বেছে নেন মোদী। গাড়ি চলাচলে কোনও বিধিনিষেধ দিল্লির এইমসে যান। তারপর সকাল ৬ টা ২৫ মিনিটে মোদীকে ভারত বায়োটেকের করোনা টিকা দেন নার্স পি নিভেদা। যিনি আদতে পুদুচেরির বাসিন্দা। টিকা নেওয়ার পর টুইটারে মোদী বলেন, ‘এইমসে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিলাম। কোভিড-১৯-এর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইকে দ্রুত শক্তিশালী করতে আমাদের চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে কাজ করেছেন, তা অবিস্মরণীয়। যাঁরা টিকা নেওয়ার যোগ্য, তাঁদের সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করছি। একসঙ্গে ভারতকে আমাদের কোভিডমুক্ত করতে হবে।’তাত্‍পর্যপূর্ণভাবে কোভ্যাক্সিন নিয়েছেন মোদী। যে টিকার কার্যকারিতা এবং তথ্য নিয়ে প্রথম থেকেই বিতর্ক শুরু হয়েছিল। পর্যাপ্ত তথ্য ছাড়াই ভারত বায়োটেকের প্রতিষেধককে অনুমোদন দেওয়া হয়েছে বলে বিভিন্ন মহল থেকে আক্রমণ শানানো হয়। রীতিমতো রাজনৈতিক তরজা চলতে থাকে। ভারতে টিকাকরণ শুরুর মাসদেড়েক পরে সেই বিতর্ক অনেকটা থিতিয়ে গেলেও দ্বিতীয় পর্বের শুরুতে একেবারে সোজা ব্যাটে খেলেছেন মোদী। নিয়ম মোতাবেক অবশ্য কাকে কোন টিকা দেওয়া হবে, তা ব্যক্তিগতভাবে কেউ ঠিক করতে পারেন না। তবে কোভ্যাক্সিন নিয়ে মোদী স্পষ্ট বার্তা দিয়েছেন বলে সংশ্লিষ্ট মহলের মত।একইসঙ্গে দেশবাসীকে ভরসা জোগানোর জন্য মোদী যেন আগে করোনা টিকা নেন, সেই দাবিও উঠতে থাকে। যদিও সেই পথে হাঁটেননি মোদী। সরকারের শীর্ষ মহল থেকে স্পষ্ট করে দেওয়া হয়, আগে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক-সহ প্রথমসারির করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হবে। তারপর মোদী-সহ অন্যান্য রাজনীতিবিদরা টিকা পাবেন। সেইমতো আজ (সোমবার) থেকে দেশে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। সেই পর্যায়ে ষাটোর্ধ্ব এবং ৪৫-৫৯ বছর পর্যন্ত কো-মর্বিডিটি থাকা মানুষদের টিকা প্রদান করা হবে। সেইমতো করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন মোদী।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments