দিল্লি বিমানবন্দরে দেখা মিলল বলিউডের ভাইজানের। তবে ভিডিওর ঝলকে স্পষ্ট বোঝা যাচ্ছে, কোনও কারণে খুব বিরক্ত তিনি। সোমবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে বেরনোর পরেই সলমন খানকে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা।
সলমনের পরনে জিনস, টিশার্ট এবং চামড়ার জ্যাকেট। বিমানবন্দরের বাইরে আসতেই উঠে আসে ছবি এবং নিজস্বী তোলার আবদার। অনুরাগীদের ফিরিয়ে দেননি বলি অভিনেতা। তবে নিজস্বী এবং ছবি তোলার সময় ভাইজানের মুখে অস্বস্তি এবং বিরক্তির ছাপ স্পষ্ট।
যদিও বিরক্তির নেপথ্যে কারণ জানা যায়নি। তবে দুই খুদে অনুরাগী ছবি তোলার জন্য সামনে আসতেই মুখে যেন হাসি ফোটে ‘সল্লু’ ভাইয়ের। অস্বস্তির মধ্যেও যেন স্বস্তির হাসি ‘টাইগার’-এর মুখে। খুদেদের দেখেই কাছে টেনে নিয়ে হাসি মুখে ছবি তোলেন ‘বডিগার্ড’ খ্যাত অভিনেতা। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়েছেন। কেউ সলমনের এই ব্যবহারে ক্ষুব্ধ, কেউ আবার তাঁর বিরক্তির নেপথ্য কারণ নিয়ে চিন্তিত।