More
    Homeবিনোদনদীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি

    দীক্ষা নিতে চলেছেন কাঞ্চন দম্পতি

    বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিকের তৃতীয় পত্নী শ্রীময়ীকে নিয়ে তার সুখের সংসার। তৃতীয় বিয়ের বছর কাটার আগেই শ্রীময়ীর কোল জুড়ে এসেছে প্রথম সন্তান – কৃষভি। এখন দু’জনের মধ্যেই এসেছে ধর্মভাব। যদিও শ্রীময়ী রামকৃষ্ণ সারদার ভক্ত। অন্যদিকে কাঞ্চন তো আছেন -‘জয় জগন্নাথ’ নিয়ে। সম্প্রতি অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি ভিডিয়ো উঠে আসে। যেখানে শ্রীময়ী তাঁর ঘরের একটি দেওয়ালে সাজানো বেশকিছু ছবি তুলে ধরেছেন। যেখানে সবথেকে উপরে ছিল রামকৃষ্ণ দেব ও সারদা মায়ের ছবি। শ্রীময়ী বলেন, ‘এই ছবিটা আমাকে আমার মা দিয়েছেন। খুব শীঘ্রই আমরা বেলুড়মঠ রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নেব।’ তারপরই জগন্নাথের ছবি দেখিয়ে শ্রীময়ী বলেন, ‘কাঞ্চন প্রচণ্ড ভক্ত, জয় জগন্নাথ, এই ছবিটা আমাদের পুরী থেকে আনা।’ এভাবেই শ্রীময়ী নিজেদের ধর্মবোধের পারিচয় দেন।

    শ্রীময়ী জানিয়েছে তাড়াতাড়ি তারা বেলুড় মাঠে দীক্ষা নেবেন। ঈশ্বরের পায়ে নিজেদের নিবেদন করবেন। জীবনের বাকি পথটা মসৃন করার জন্যই তাদের এই সিদ্ধান্ত। তবে দীক্ষা নিলেও সংসার ত্যাগের কোনও পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন বিধায়ক পত্নী। প্রসঙ্গত, কাঞ্চন-শ্রীময়ী দুজনেই আধ্যাত্মিক। প্রায়দিনই তাঁদের বাড়িতে পুজো-পার্বণ লেগেই থাকে। অতিসম্প্রতি তাঁদের বাড়িতে হওয়া পৌষ পূর্ণিমার পুজোর ভিডিয়ো পোস্ট করেছিলেন শ্রীময়ী। আবার, দু’দিন আগেই বীরভূমের নন্দিকেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দুজনে। তারও কয়েরদিন আগে উত্তর কলকাতার শ্যামসুন্দরী মন্দিরে পুজো দিয়ে ভোগ রেঁধে ও খাইয়ে এসেছেন কাঞ্চন-শ্রীময়ী। আমরাও কামনা করি ওদের বৈবাহিক জীবন সুখের হোক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments