আন্তর্জাতিক মঞ্চে গ্রেট কামব্যাক ইস্টবেঙ্গলের। দীপাবলির আলোর রোশনাই যেন আরও বেড়ে লাল হলুদ মশালে। জাত চেনালেন দিয়ামান্তাকোস। বসুন্ধরাকে হারানোর পর এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে নেজমেহ এফসিকেও হারিয়ে দিল ইস্টবেঙ্গল। দুর্দান্ত লড়াইতে ৩-২ গোলে এল জয়। জোড়া গোল করলেন দিয়ামান্তোকোস। সরাসরি এই জয়েই এএফসি-র নক আউটে চলে গেল লাল হলুদ বাহিনী। বসুন্ধরার মতোই নেজমেহর বিরুদ্ধেও বিধ্বংসী মেজাজে শুরু করে লাল হলুদ ফুটবলাররা। মাত্র ৮ মিনিটের মধ্যেই ১-০ গোলে এগিয়ে যায়। তবে তা ছিল নেজমেহর আত্মঘাতী গোল। ম্যাচের ১৫ মিনিটে ব্যবধান বাড়ান দিয়ামান্তাকোস। এরপর লড়াইয়ে ফেরে লেবাননের ক্লাবও। প্রথমার্ধেই সমতায় ফেরে নেজমেহ। কিন্তু ৭৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করতে ভুল করেননি দিয়ামান্তাকোস। তাতেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায়। ম্যাচে অবশ্য বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন লাল হলুদ ফুটবলাররা। তাতে ব্যবধান আরও বাড়তেই পারত।