দীর্ঘদিন পর টেস্টে ব্যাটে রান। তাতেই মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। ঢুকলেন এলিট লিস্টে। যে লিস্টে রয়েছেন গাভাসকর, শচীন, দ্রাবিড়রা। ঘরের মাঠেই ১৯৭টি ইনিংসে টেস্ট ক্রিকেটে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। চতুর্থ ভারতীয় হিসেবে তিনি এই রান করলেন। মাইলস্টোনে পৌঁছতে কোহলির দরকার ছিল মোটে ৫৩ রান, কোহলি আউট হলেন ৭০ রানে। টেস্টে ক্রিকেটে মোট রান ৯০১৭।