দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে, আসলেই কি অসুস্থ তিনি! শুক্রবার ক্যাটরিনাকে মুম্বইয়ের কলিনা বিমানবন্দরে দেখে এমনটাই প্রশ্ন জেগেছে অনুরাগীদের মনে। পরনে সিল্কের শাড়ি, কানে ভারী ঝুমকো। কিন্তু সেইসব কিছু ছাড়াও নেটিজেনদের নজর এড়িয়ে যায়নি একটি বিশেষ জিনিস। অভিনেত্রীর ডান হাতের কনুইয়ের উপরে লাগানো একটি কালো প্যাচ। বলাই বাহুল্য, এটি কোনও সাজের অংশ নয় বরং এটি একটি স্বাস্থ্য সংক্রান্ত প্যাচ। যা দেখে অনেকেই প্রশ্ন রেখেছেন সত্যিই কি অসুস্থ ক্যাটরিনা? অনেকে আবার এমনও মনে করেছেন এটি ডায়াবেটিস প্যাচ। নেটিজেনদের প্রশ্ন সুস্থ আছেন তো তিনি?