More
    Homeপশ্চিমবঙ্গদীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল হাওড়া রিজিওনাল রেল মিউজিয়াম

    দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল হাওড়া রিজিওনাল রেল মিউজিয়াম

    শহরজুড়ে শীতের আবহ। আর শীত মানেই বাঙালির মন ঘুরতে যেতে চায়। আর এবার দর্শনার্থীদের কথা ভেবে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গেল হাওড়া স্টেশন লাগোয়া রিজিওনাল রেল মিউজিয়াম। করোনা আবহে রবিবার খুলে গেলো হাওড়ার এই রেল মিউজিয়াম।

    করোনা কাঁটায় লকডাউন জারি হওয়ার সময় থেকেই, রেল মন্ত্রকের নির্দেশে দীর্ঘ ন মাস বন্ধ ছিল হাওড়া স্টেশন লাগোয়া রিজিওনাল রেল মিউজিয়াম। পূর্ব ভারতের রেল পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্যই সংরক্ষণ করা হয়েছে এই মিউজিয়ামে। এছাড়াও রয়েছে দেড়শো বছরের পুরানো স্টিম ইঞ্জিন, ভিন্টেজ কামরা সহ রেলের আরও নানা নির্দশন। দেশী-বিদেশী পর্যটকদের ভীড় লেগেই থাকে এই মিউজিয়ামে। এতদিন মিউজিয়াম বন্ধ থাকায় ভারি মন খারাপ ছিল দর্শনার্থীদের। অবশেষে দর্শনার্থীদের মুখে হাঁসি ফুটিয়ে ৯ মাস পর ফের খুলে গেল মিউজিয়ামটি। তবে, বিভিন্ন রকম করোনা সতর্কতা মেনেই এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে মিউজিয়ামে। মাস্ক জীবানুমুক্ত করণের পাশাপাশি পর্যটকদের সংখ্যাকেও নিয়ন্ত্রণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। দফায় দফায় চলছে ভবন জীবানুমুক্ত করণের কাজ।

    পূর্ব রেল সূত্রে খবর, এই মুহূর্তে প্রতি সপ্তাহে শুক্রবার থেকে বুধবার পর্যন্ত খোলা থাকবে রেল মিউজিয়াম

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments