Monday, March 27, 2023
Homeখবরদুজন শিক্ষকের দ্বন্দ্বে মিড-ডে মিল থেকে বঞ্চিত স্কুলের খুদে পড়ুয়ারা

দুজন শিক্ষকের দ্বন্দ্বে মিড-ডে মিল থেকে বঞ্চিত স্কুলের খুদে পড়ুয়ারা

দুজন শিক্ষকের দ্বন্দ্বে মিড-ডে মিল থেকে বঞ্চিত স্কুলের খুদে পড়ুয়ারা। পুরুলিয়ার বাঘমুণ্ডি ব্লকের দু’ নম্বর চক্রের তুন্তুড়ি-সুইসা অঞ্চলের শালডাবরা জুনিয়র হাই স্কুলের খুদে পড়ুয়ারা আট দিন ধরে মিড-ডে মিল থেকে বঞ্চিত। শনিবার শালডাবরা জুনিয়র হাই স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেশ মণ্ডল জানান, নিয়ম অনুযায়ী আমি এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি।

Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

কিন্তু আগে যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন তিনি আমাকে মিড-ডে মিলের সমস্ত কাগজ পত্র না দেওয়ায় জন্য মিড-ডে মিলের রান্না করাতে পারছি না। এনিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত ভাবে বিষয়টি জানিয়েছি। অপর দিকে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল মহাপাত্র জানান, আমি টাকা তুলতে গেলে টাকা পাচ্ছি না। তাই স্কুলের মিড-ডে মিল করতে পারছি না।

Delhi High Court দিল্লি হাইকোর্টে উঠতে চলেছে অনুব্রত মণ্ডলের মামলা , কীভাবে ‘খেলা’ ঘোরাচ্ছেন বীরভূমের কেষ্ট ?

ঘটনা প্রসঙ্গে বাঘমুণ্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবরাজ ঘোষ জানান, বিষয়টি গোচরে রয়েছে অতি শীঘ্রই বিদ্যালয়ের মিড-ডে মিল শুরু করা হবে। অপরদিকে দু নম্বর চক্রের এস আই সাধন সরকার জানান, ওই স্কুলের মিড ডে মিলের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। আশা করছি অতি শীঘ্রই সেটি চালু হবে। এখন প্রশ্ন একটাই কবে মিটবে মিড-ডে মিলের সমস্যা সেই আশায় দিন গুনছে স্কুলের সমস্ত খুদে পড়ুয়ারা। দুজন শিক্ষকের

 

MORE NEWS – মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা এখনই নয়, আদালতের নির্দেশে অপেক্ষায় বিকাশ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ভাবে আদালত অবমাননার মামলা করার ব্যাপারে এখনই অনুমতি মিলল না কলকাতা হাই কোর্টের তরফে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Prakash Sribastava) , বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল , বিষয়টি তারা বিবেচনা করে দেখবে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments