দীপাবলির দিনই দীপিকা একরত্তির পায়ের ছবি দিয়ে জানিয়েছিলেন মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং। দু’মাসের দুয়াকে প্রথম ক্যামেরায় দেখা গেল দীপিকার কোলে। মেয়েকে আড়াল করেই রেখেছেন দীপিকা পাড়ুকোন। তাতে মুখ দেখার উপায় নেই। যদিও সেই ভিডিওর ফুটেজ সমাজমাধ্যমে মুহূর্তেই ভাইরাল। প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর দীপিকা এবং রণবীরের ঘরে আলো করে আসে লক্ষ্মী। বিরুষ্কার মতোই মেয়েকে এখনও পর্যন্ত মিডিয়ার ধরাছোঁয়ার বাইরেই রেখেছেন তারকা দম্পতি।