দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল বসুন্ধরা কিংসের বিরুদ্ধেই জ্বলে উঠেছে। আন্তর্জাতিক টুর্নামেন্টে আরও অনেকদূর এগিয়ে যাওয়ার রসদ সেই জয়ই। শুক্রবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের মাঠে একটা জয় পেলেই সরাসরি এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল।প্রতিপক্ষ লেবাননের নেজমেহ এসসি। এই কঠিন বাধা টপকাতে হবে ইস্টবেঙ্গলকে। নেজমেহ এর আগেই দু’ম্যাচেই জয় পেয়েছে। রয়েছে শীর্ষে। ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলেন, ‘আমাদের কঠিন লড়াই। জয় ছাড়া আমাদের কোনও রাস্তা নেই। গত ম্যাচে প্রথমার্ধে আমরা খুবই ভাল খেলেছিলাম। তবে শুধু ৪৫ মিনিট ভাল খেললে চলবে না। পুরো ৯০ মিনিট ধরেই আমাদের খেলায় তীব্রতা বজায় রাখতে হবে’। ইস্টবেঙ্গলের হয়ে খেলতে গিয়ে গত ম্যাচে পেশীতে টান ধরায় এই ম্যাচে অনিশ্চিত সেন্টার ব্যাক হেক্টর ইউস্তে। তবে তার প্রভাব আক্রমণাত্মক খেলায় পড়বে না বলেই জানান দলের স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো। ম্যাচ শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে