দেওয়াল নিয়ে দলাদলি।দেওয়াল দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা পূর্ব মেদিনীপুরের কোড়খালী গ্রামে। বিজেপির দখল করা দেওয়ালে তৃণমূল এঁকে দেয় নিজেদের প্রতীক। অভিযোগে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত।
আর এই নিয়েই উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের কোড়খালী গ্রামে। ৭ মার্চ ব্রিগেড সমাবেশ হয়েছিল বিজেপির। এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমাবেশে নিয়ে গোটা রাজ্যেই বিজেপির অন্দরে সাজো সাজো রব ছিল। সমাবেশে আরও বেশি সংখ্যায় মানুষ যাতে যোগ দেন সেই আবেদন জানিয়ে দেওয়াল লিখন চলছিল সর্বত্র।
কোড়খালী গ্রামের বেশ কিছু দেওয়ালেও চুনের প্রলেপ লাগান বিজেপি কর্মীরা। বিজেপির দাবি বাড়ির মালিকদের অনুমতি নিয়েই ওই দেওয়ালগুলিতে চুনের প্রলেপ লাগানো হয়েছিল। গতকাল বিজেপির চুন দেওয়া দেওয়ালে এলাকার তৃণমূল কর্মী সরোজ মাইতি নিজেদের প্রতীক দেয় বলে অভিযোগ।
বিষয়টি নজরে আসার পর রবিবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা প্রতিবাদ জাণায়, এবং সরোজ মাইতি কে হাজির করে অন্যায় স্বীকার করায়, ও ওই দেওয়ালে তৃণমূল-এর প্রতীকের ওপর চুনের প্রলেপ লাগাণো হয়। তারপর এলাকায় উত্তেজনা শান্ত হয়।