দেওয়াল দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বাঁকুড়ার তাজপুর গ্রামে। বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জখম হয়েছেন পাঁচজন। দুজনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দখল করা দেওয়ালে তৃণমূলের পোস্টার সাঁটানাোর অভিযোগে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। আর এই নিয়েই উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রামে। নিজেদের দখলে রাখা দেওয়ালে তৃণমূলের পোস্টার লাগানোর প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পাঁচ বিজেপি কর্মী জখম হন। হামলা ও মারধরের অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি ঘটনাটি বিজেপির দুই শিবিরের দ্বন্দ্ব। ৭ মার্চ ব্রিগেড সমাবেশ রয়েছে বিজেপির। আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমাবেশে নিয়ে গোটা রাজ্যেই এখন বিজেপির অন্দরে সাজো সাজো রব। সমাবেশে আরও বেশি সংখ্যায় মানুষ যাতে যোগ দেন সেই আবেদন জানিয়ে দেওয়াল লিখন চলছে সর্বত্র। তাজপুর গ্রামের বেশ কিছু দেওয়ালেও চুনের প্রলেপ লাগান বিজেপি কর্মীরা। বিজেপির দাবি বাড়ির মালিকদের অনুমতি নিয়েই ওই দেওয়ালগুলিতে চুনের প্রলেপ লাগানো হয়েছিল। গতকাল বিজেপির চুন দেওয়া দেওয়ালগুলিতে এলাকার তৃণমূল কর্মীরা পোস্টার লাগিয়ে দেয় বলে অভিযোগ।বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মীরা প্রতিবাদ জানাতে গেলে তৃণমূল কর্মীরা তাঁদের উপর রড, লাঠি ও টাঙ্গি নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করা হয় বলেও অভিযোগ। পাঁচ বিজেপি কর্মী আহত হন। এদের মধ্যে দুজনের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় রাতে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।