দেওয়াল দখল নিয়ে তুমুল উত্তেজনা তমলুক শহরে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছল বিশাল পুলিশবাহিনী। বিজেপির অভিযোগ, মাস কয়েক আগেই সংশ্লিষ্ট গৃহস্থের অনুমতি নিয়ে বেশ কিছু বাড়ির দেওয়াল লেখার জন্য তৈরি করে রেখেছিলেন তাঁরা। বুধ ও বৃহস্পতিবার গভীর রাতে ১৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে বিজেপির নাম মুছে দেওয়া হয়। দেওয়ালগুলি নতুন করে চুনকাম করে তৃণমূলের পক্ষ থেকে তাতে ‘খেলা হবে’ লিখে দেওয়া হয়। বাড়ির মালিকদের ভয় দেখিয়ে ও হুমকি দিয়েই তৃণমূল দেওয়ালগুলি দখল করে বলেও অভিযোগ করেন বিজেপি নেতৃত্ব। তৃণমূলের পাল্টা অভিযোগ, জানুয়ারি মাসে দলের প্রচারের জন্য এলাকার বিভিন্ন বাড়ির দেওয়াল লেখার অনুমতি নিয়ে রেখেছিলেন তাঁরা। দেওয়ালগুলিতে রঙ করাও হয়ে গিয়েছিল। আজ সকালে গিয়ে দেখেন সেই দেওয়ালের অধিকাংশই দখল করে নিয়েছে বিজেপি। তাতে নিজেদের প্রচারের জন্য লিখতেও শুরু করেছে। তখনই বাধা দেন তাঁরা। শুরু হয় হুলুস্থুল।স্থানীয় তৃণমূল নেতা চন্দন ঘোড়ুই বলেন, ‘আমাদের এলাকায় বিজেপির কোনও অস্তিত্বই নেই। আজ দেখি বাইরের কিছু লোকজন এসে আমাদের দেওয়ালে বিজেপির হয়ে লিখছে। তাই আমরা বাধা দেই।’বিজেপি নেতৃত্বের অভিযোগ, তাঁদের সমস্ত দেওয়াল লিখন মুছে নতুন করে দেওয়াল লিখতে গেলে তৃণমূলের কর্মী সমর্থকরা আজ তাঁদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। বিজেপির মণ্ডল সভাপতি সুকান্ত চৌধুরী বলেন, তমলুক শহরের ইতিহাসে কোনওদিন দেওয়াল দখল নিয়ে অশান্তি হয়নি। আজ তাই হল। আমাদের দেওয়াল দখল করে ওরা লিখতে শুরু করেছিল। রাতের অন্ধকারে এই ঘটনা হয়। আমরা আজ এসে ফের নিজেদের দেওয়াল লিখতে শুরু করতেই ওরা আমাদের উপর চড়াও হয়। পুলিশ জানিয়েছে, দু’পক্ষকেই থানায় ডেকে পাঠানো হয়েছে। কথা বলে বিষয়টির নিষ্পত্তি করা হবে।