Tuesday, May 30, 2023
HomeUncategorizedদেবতনুর অফিসে গিয়ে কিসের খোঁজ পেল মৌ, আসল সত্যি ফাঁস হতেই চক্ষু...

দেবতনুর অফিসে গিয়ে কিসের খোঁজ পেল মৌ, আসল সত্যি ফাঁস হতেই চক্ষু চড়কগাছ সকলের!

 

স্টার জলসার একটি ধারাবাহিক হলো মেয়েবেলা। এই ধারাবাহিকে তুলে ধরা হয়, যে মেয়েরাই মেয়েদের শত্রু হয়। এখানে কি করে একটি মেয়েকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয় সেটাই দেখানো হচ্ছে।

 

ডোডোর আম্মা, দেবতোনোর কথা মত মৌকে দিয়ে একটা কোড পেপারে সই করিয়ে নিয়েছে কিন্তু সেটা কি মৌ ঠিকমতো নিজেও জানে না।

 

মৌয়ের মেসোমশাই সত্যনারায়ণ পুজোর জন্য খাবারদাবারে আয়োজন করেছে। তাই বউয়ের মনে সমানে একটা সন্দেহ চলছিল সেই জন্য সে তার মেসোমশাইয়ের অফিসে গিয়ে ওই ফাইলটা আলমারি থেকে খুলে দেখতে শুরু করে। আর সেটা দেখেই মৌয়ের চক্ষু ছানাবড়া হয়ে যায়। সে দেখে ঠাকুমা তার নামে মিত্র বাড়ি একতলা লিখে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments