দেবীপক্ষে লাল হলুদ সমর্থকদের একটাই প্রার্থনা, জয়ে ফিরুক ইস্টবেঙ্গল। ফুটবলাররাও তাই চান। আপাতত পুজোর ক’দিন ছুটি কাটিয়ে নতুন উদ্যোমে শুরু করতে চান লাল হলুদ ফুটবলাররা। পুজোর উদ্বোধনে তাঁরা হাজির হলেন রাজডাঙা নব উদয় সংঘে। গিয়েছিলেন দিমিত্রিয়াস দিয়ামানতাকোস।