Monday, May 29, 2023
HomeUncategorizedদেবের ইউটিউব চ্যানেল হ্যাকড! কিভাবে উদ্ধার করলেন সেই চ্যানেল? 

দেবের ইউটিউব চ্যানেল হ্যাকড! কিভাবে উদ্ধার করলেন সেই চ্যানেল? 

 

মধ্যপ্রদেশে বিরসা দাশগুপ্ত এবং তার দলের সাথে ভীষণ ব্যস্ত টলিউডের নতুন ‘ব্যোমকেশ’, দেব। একই সময়ে, টলিউড ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় দেবের ইউটিউব চ্যানেলটি গতকাল যাবৎ হ্যাকড হয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। বৃহস্পতিবার এই ঘটনাটি নজরে পড়ে এবং অনলাইন সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে।

 

এমপি অভিনেতার প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’-এর ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে একের পর এক সফ্টওয়্যার সম্পর্কিত ভিডিও। দেবের ফ্যানরা বৃহস্পতিবার সন্ধ্যায় অস্বাভাবিক ঘটনাটি লক্ষ্য করেন, তারপর থেকেই তারা সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

এ সমস্যার সমাধানে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানতে ইছুক অনেকই? তবে প্রশ্নের কোনো জবাব মেলেনি দেবের টিম থেকে। আপাতত মধ্যপ্রদেশে শুটিংয়ে ব্যস্ত অভিনেতা, সম্প্রতি সেখানকার একটি নৈশ ভোজের ছবি আপলোডও করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments