More
    Homeবিনোদনদেবের ‘রঘু ডাকাত’ – এর ফার্স্ট লুক প্রকাশ্যে

    দেবের ‘রঘু ডাকাত’ – এর ফার্স্ট লুক প্রকাশ্যে

    ‘খাদান’ – এর জয়গাথার পর বছরের শুরুতেই নতুন চমক অভিনেতা দেবের। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ‘ রঘু ডাকাত ‘ – এর নতুন লুক। ‘বাংলার ডাকাত’ রঘুর উল্লেখ গল্পছায়ায় রোঘো নামেও রয়েছে। কারো কাছে নিষ্ঠূর দস্যু , আবার কারো কাছে রবিনহুড। এমনই এক চরিত্রে আসতে চলেছে দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’।

    ২০২১ – এ পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা দেব ‘রঘু ডাকাত’ ছবিটি তৈরির কথা ঘোষণা করেছিলেন। প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটলো এবার। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য লেখা শেষ করেছেন ধ্রুব , টলিপাড়ার সূত্রে খবর। নতুন বছরের পুজোতেই মুক্তি পাবে ‘ রঘু ডাকাত’। ছবির ফার্স্টলুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার এই পুণ্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন – নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments