তারকাসুলভ কোনও ইগো নেই। কোনও লড়াই নেই। দেব এর ‘খাদান’ সিনেমার মুক্তিতে একরাশ শুভেচ্ছা জানালেন আর এক সুপারস্টার জিৎ। শুধু তাই নয়, দেবকে মূল্যবান পরামর্শও দিলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা। দেবের উদ্দেশ্যে জিৎ সমাজমাধ্যমে লেখেন, ‘ব্যক্তিগত ভাবে দেবকে mass কমার্সিয়াল সিনেমাতে বেশি করে দেখতে চাই।’ শুক্রবারই পুষ্পাকে হটিয়ে বাংলায় মোট ১৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে দেবের ছবি ‘খাদান’। একাধিক জায়গাতেই হাউজফুল। গভীর রাতে এই প্রথমবার বাংলা সিনেমার শো হাউজফুল হতেও দেখা গেছে। খাদান নিয়ে উন্মাদনার নেপথ্যে ‘দেব’ই। দেব দর্শক-অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ওপেনিংয়েই এমন উন্মাদনা দেখে আমি ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়েছি।’