ছোট করে কাটা চুল, গাতে পুতুল, পরনে সালোয়ার! দেব-রুক্মিণীকে ‘টেক্কা’ দিতে এবার মাঠে নামবেন ‘রানী’ স্বস্তিকা।
গণেশ চতুর্থীতে অভিনেত্রীর লুক প্রকাশ্যে আনলেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে ইরা’র ভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা।
‘বোর্ডের রানি যখন খেল দেখায় তখন সকলের খেলা বন্ধ হয়ে যায়।’
ছবির ক্যাপশন পড়েই আঁচ করা যাচ্ছে আবারও একটি দৃঢ় চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আপাতত কেবল ছবি মুক্তির অপেক্ষা।