More
    Homeখবর‘দেশের নারী সুরক্ষায় কড়া আইন’, নারী নিরাপত্তা প্রসঙ্গে এবার সরব প্রধানমন্ত্রী

    ‘দেশের নারী সুরক্ষায় কড়া আইন’, নারী নিরাপত্তা প্রসঙ্গে এবার সরব প্রধানমন্ত্রী

    আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল হয়ে আছে সারা দেশ। এমতাবস্থায় নারী নিরাপত্তা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী। শনিবার দিল্লিতে সুপ্রিম কোর্টের ৭৫ বছর উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদি। সেখানে অতিথিদের সঙ্গেই উপস্থিত ছিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। তাদের সামনেই প্রধানমন্ত্রী আর্জি জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের বিরুদ্ধে হওয়া অপরাধের দ্রুত বিচারের প্রয়োজন। তিনি উল্লেখ করেন যে, নারীর প্রতি নৃশংসতা এবং শিশুদের নিরাপত্তা সমাজের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

     

    এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, “বর্তমানে নারীদের বিরুদ্ধে অত্যাচার, শিশুদের সুরক্ষা সমাজের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। দেশের নারী সুরক্ষায় কড়া আইন রয়েছেই। ২০১৯ সালেই পাশ হয় ফাস্ট ট্র্যাক আদালত আইন। জেলার নজরদারি কমিটিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এবার প্রয়োজন সেই কমিটিগুলোকে আরও শক্তিশালী করা এবং নারী সুরক্ষার সঙ্গে জড়িত মামলার দ্রুত রায়দান।” এরই পাশাপাশি বিচারে বিলম্ব প্রসঙ্গে মোদি বলেন, “বিচারে বিলম্ব রুখতে গত এক দশকে নানা স্তরে কাজ হয়েছে। গত ১০ বছরে দেশের ন্যায়বিচার দানের পরিকাঠামোকে মজবুত করতে ৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে। গত ২৫ বছরে এই সংক্রান্ত যত খরচ হয়েছে তার ৭৫ শতাংশই ব্যয় হয়েছে এই এক দশকে।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments