More
    Homeজাতীয়দেশের মধ্যে ৪ টি রাজ্যের ১২টি জায়গাকে বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত...

    দেশের মধ্যে ৪ টি রাজ্যের ১২টি জায়গাকে বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার

    দেশের মধ্যে ৪ টি রাজ্যের ১২টি জায়গাকে বার্ড ফ্লু আক্রান্ত অঞ্চল চিহ্নিত করল কেন্দ্রীয় সরকার। সেই চার রাজ্য হল কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচলপ্রদেশ। কেন্দ্রীয় মত্‍স্য ও পশুপালন মন্ত্রকের পক্ষ থেকে ওই নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, কী ভাবে পরিযায়ী পাখি, হাঁস, মুরগির মধ্যে এই রোগের সংক্রমণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়। বার্ড ফ্লু নিয়ে যে কেন্দ্র চিন্তিত, তা-ও স্পষ্ট করে বলা হয়েছে।

    ইতিমধ্যে কেরলের পর হরিয়ানা পাঁচকুল্লা অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বার্ড ফ্লু নিয়ে। বুধবার প্রশাসনের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে। নতুন করে জম্মু কাশ্মীরে বুধবার বার্ড ফ্লু সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে। সেই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সেই কারণে পোল্ট্রি ও অন্য খামারগুলিকে নির্দেশিকা দিয়ে কঠোর নিয়ম মেলে চলতে বলা হয়েছে। সেখানে যাতে কোনও ভাবে রোগ ছড়িয়ে না পড়ে, সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে, এই ভাইরাস সরাসরি পশুর শরীর থেকে মানুষের শরীরে প্রবেশ করতে পারে, এমন কোনও উদাহরণ এখনও পাওয়া যায়নি। সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চললে এর থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্যাকেজিং ও রান্নার ক্ষেত্রেও সঠিক নিয়ম মেনে চললে, এই রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments