More
    Homeজাতীয়দেশের ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড-ফ্লু, সতর্ক করল কেন্দ্র

    দেশের ৭ রাজ্যে ছড়িয়ে পড়েছে বার্ড-ফ্লু, সতর্ক করল কেন্দ্র

    দেশের সাত রাজ্যে বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে, এমনটাই নিশ্চিত করে জানাল কেন্দ্র। নতুন করে বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে উত্তর প্রদেশ। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লি, ছত্তীসগঢ় ও মহারাষ্ট্রে পাখির মৃত্যুর খবর পাওয়া গেলেও সেগুলি বার্ড ফ্লু থেকে কি না, তা এখনও স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    এছাড়াও আক্রান্ত রাজ্যের তালিকায় নতুন যুক্ত হওয়া উত্তর প্রদেশ ছাড়াও রয়েছে কেরল, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাত। কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধজাত পণ্য এবং মত্‍স মন্ত্রকের তরফে বলা হয়, ‘এখনও পর্যন্ত দেশের সাতটি রাজ্যে এই বার্ড ফ্লু নিশ্চিত করা গিয়েছে। ইতিমধ্যেই সমস্ত রাজ্যকে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে সংক্রমণ না ছড়ায়।’

    এও জানান হয় যে ছত্তিশগড়ে অস্বাভাবিক ভাবে পাখি মৃত্যু ঘটনার পর সেই সব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দিল্লিতেও মারা গিয়েছে বেশ কিছু হাঁস। শনিবার নতুন করে মহারাষ্ট্রের একটি পোল্ট্রিতে ৯০০ মুরগির মৃত্যুর খবর মেলে। এমত অবস্থায় পাখিদের মানুষের শরীরে যাতে রোগ না ছড়ায়, সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments