বিদায়ী টেস্টে তাঁর খেলার জন্য মঞ্চ প্রস্তুত। মীরপুরে শেরেবাংলা স্টেডিয়াম নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবু দেশে ঢুকতে পারলেন না বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পৌঁছেছিলেন। সেখান থেকে আর মেলেনি বাংলাদেশ আসার ছাড়পত্র। নাটকীয় পটপরিবর্তন না হলে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট হয়ে থাকবে। সূত্রের খবর, তিনি নিজেই জানিয়েছেন নিরাপত্তাজনিত কারণে এখনই দেশে ফিরবেন না। দেশের মাটিতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেই অবসর নেওয়ার কথা ছিল এই বিশ্বসেরা অলরাউন্ডারের। সেইমতো বিসিবির নিজস্ব নিরাপত্তা বিভাগ, সেনা কমান্ডো, নৌ কমান্ডো, পুলিশ ও আর্মড পুলিশের সদস্যরা আগে থেকেই স্টেডিয়াম ঘিরে রাখে। কিন্তু বিক্ষোভ আটকানো যায়নি। পোড়ানো হয় সাকিবের কুশপুতুলও। ক্রীড়া মন্ত্রণালয়ের তিন প্রতিনিধি ও বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয় সাকিবের। কিন্তু ফেরা আর হয়নি সাকিবের। তিনি কোথায় যাবেন এবার তাও স্পষ্ট বলতে পারেননি। দেশের মাটিতে খেলে অবসর নেওয়ার স্বপ্ন এখনও পর্যন্ত দুঃস্বপ্নই হয়ে রইল।