দেহদানের সিদ্ধান্ত প্রত্যাহার! ইসলামিক রীতি মেনেই দেওয়া হোক কবর। সমাজমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানালেন কবীর সুমন। সামনেই তাঁর জন্মদিন। তার আগে কেন এমন মৃত্যুভাবনা তাঁর? এর আগে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি দেহ দান করবেন। তবে তিনি এ বার জানালেন, সিদ্ধান্ত বদলে দিয়েছেন তিনি। কবীর সুমন একটি পোস্ট করে লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই – কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম – আমি আমার দেহ দান করেছি, কোনও ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না। আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম। আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দিতেই নেটিজেনদের নানা মন্তব্যের ভিড়। কেউ কেউ সহমত পোষণ করেছেন, তো কেউ দীর্ঘায়ু কামনা করেছেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর।